জামিন পেলেন তাহেরপুর পৌর সাবেক মেয়র শায়লা পারভীন


তাহেরপুর পৌর সাবেক মেয়র শায়লা পারভীন

০৮ অক্টোবর ২০২৪ ইং
বাগমারা প্রতিনিধি



বাগমারা প্রতিনিধি:




রাজশাহীর বাগমারায় তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন বিস্ফোরক ও দাঙ্গাহাঙ্গামার অভিযোগের মামলা থেকে জামিন। 


জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বাগমারা ভবানীগঞ্জসহ আশপাশের এলাকায় আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা সন্ত্রাসী কর্মকান্ড চালায়। এসময় বেশ কিছু লোকজনকে গুলি করে আহত করে। সেই সাথে অসংখ্য লোকজনকে পিটিয়ে আহত করাও হয়। 


এ ঘটনায় বাগমারায় সদ্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিনসহ ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দাঙ্গাহাঙ্গামার অভিযোগে গত (১৭ আগস্ট) বাগমারা থানায় মামলা দায়ের করে আব্দুল মতিন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাঁপুর গ্রামের বাসিন্দা।


মামলার দায়ের পর দীর্ঘদিন গাঢাকা দিয়ে থাকেন শায়লা পারভীন। এরপর ৮ অক্টোবর (মঙ্গলবার) আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তীতে আদালত তাঁকে জামিনে মুক্তি দেয় বলে শায়লা পারভীনের আইনজীবী জানিয়েছেন।



মুক্তির ৭১/নিউজ / সমিত