গুলির ঘটনার পর বিমান থেকে হেঁটে নামতে দেখা যায় ট্রাম্পকে


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

১৪ জুলাই ২০২৪ ইং
আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:



মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে যাওয়ার কয়েক ঘন্টা পর তাকে তার বিমান থেকে অন্য কারো সাহায্যে ছাড়াই হেঁটে নেমে আসতে দেখা যায়।  আজ রোববার ১৪ জুলাই ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টরের পোস্ট করা একটি ভিডিও বার্তা থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

মার্গো মার্টিনের এক্সে পোস্ট করা ভিডিও বার্তায় টাইবিহীন নৌবাহিনীর স্যুট এবং সাদা শার্ট পরিহিত ট্রাম্পকে বিমান থেকে একটি সিঁড়ি বেয়ে নামতে দেখা যাচ্ছে। সেখানে একজন সশস্ত্র এজেন্টকে গার্ড হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার ডান কান ভিডিও ফুটেজে দেখা যায়নি। এ হত্যা প্রচেষ্টায় ট্রাম্প ডান কানে আঘাত পান।

নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প নিউ জার্সিতে রয়েছেন। সেখানেই তার রাত কাটানোর কথা।