খানসামায় এতিমরা পেল অনুদানের চেক


দিনাজপুরের খানসামায় নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় অনুদানের চেক বিতরন করছেন অতিথিবৃন্দ।

০২ জুলাই ২০২৪ ইং
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি:



দিনাজপুরের খানসামায় নিবন্ধনপ্রাপ্ত ২৭টি বেসরকারি এতিমখানায় ৫৯ লাখ ৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় ৪৯২ জন শিক্ষার্থীর জন্য সমাজসেবা অধিদপ্তর ঢাকা কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্ট জানুয়ারি ২০২৪ থেকে জুন মাস পর্যন্ত দ্বিতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়।


চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন, উপকারভোগী এতিমখানার প্রধান, সহকারী, সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।


উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. তমিজুল ইসলাম বলেন, বেসরকারি এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হয়, যা ক্যাপিটেশন গ্রান্ট নামে পরিচিত। এতিম শিশুদের লালনপালনের সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ। দরিদ্র এসব এতিম শিশুকে মানবসম্পদে পরিণত করাই ক্যাপিটেশন গ্রান্টের প্রধান উদ্দেশ্য। এতিমখানাগুলোর শিশুদের প্রতিপালন, চিকিৎসা এবং শিক্ষা প্রদানের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।