শেকৃবির প্রযুক্তি ব্যবহারে নরসিংদীর ৩০ কৃষককে প্রশিক্ষণ


শেকৃবির প্রযুক্তি ব্যবহারে নরসিংদীর ৩০ কৃষককে প্রশিক্ষণ

৩০ মে ২০২৪ ইং
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:



রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত প্রযুক্তি দেশের কৃষক পর্যায়ে পৌছে দিতে নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় নরসিংদী জেলার ৩০ জন কৃষকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম বিভাগ। 


বৃহস্পতিবার (৩০ মে) শেকৃবি প্রযুক্তি সাউ ক্যানোলা ১ এবং মধু উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন শেকৃবি অধ্যাপক ড. মো জামিলুর রহমান এবং অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন।


অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. অলোক কুমার পাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো নজরুল ইসলাম এবং নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো আজিজুর রহমান। এছাড়াও প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রম এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো মোশাররফ হোসেন, উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জোহা চৌধুরী।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শরমিন চৌধুরী এবং সঞ্চালন করেন অতিরিক্ত উপ-পরিচালক মো জামাল হোসেন। এবং অনুষ্ঠান উদ্ভোদন করেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান।


অনুষ্ঠানে কৃষকদের সরিষার নতুন জাতের চাষের প্রক্রিয়া, ইতোপূর্বে চাষকৃত কৃষকদের অভিজ্ঞতা এবং সরিষা চাষের পাশাপাশি একই সাথে মধু চাষের প্রক্রিয়া এবং উপকারিতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। 


অধ্যাপক জামিল উদ্ভাবিত সাউ ক্যানোলা ১ সরিষার জাতটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে শরীরের জন্য ক্ষতিকর ইরুসিক এসিডের পরিমান ১ শতাংশেরও নিচে এবং উপকারি ফ্যাটি এসিডের পরিমান ৫০ শতাংশের বেশি আনা হয়েছে। এসময় বহিরাঙ্গন কার্যক্রম এবং গবেষক ড. জামিলুর রহমান এর পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আহ্সানুল বাসার-কে এসএইউ ক্যানোলা-১ এর তেল উপহার প্রদান করা হয়।


অনুষ্ঠানের মতবিনিময়ে অংশে নতুন জাতটি চাষকৃত কৃষকরা জানান, সাউ ক্যানোলা ১ চাষ করে তারা লাভবান হয়েছেন, ফলনও বেশি হয়েছে এবং পাশাপাশি প্রাকৃতিক প্রতিকূলতায় ক্ষতির সম্মূখীন হননি তারা। এছাড়াও তারা জানান, হঠাৎ করে সরিষার দাম কমে যাওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ কমেছে গিয়েছে সরিষা চাষের। 





মুক্তির ৭১/নিউজ /আশরাফুল