ময়মনসিংহ-শেরপুর সড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭


নিজস্ব ছবি

১৬ এপ্রিল ২০২৪ ইং
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক:



ময়মনসিংহ-শেরপুর সড়কে যাত্রীবাহী একটি বাসও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যাক্তি অটোরিকশা চালক।


নিহতরা হলেন: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর আশাবট গ্রামের করিম মাষ্টারের বড় ছেলে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের শিশুপুত্র মো. সাদমান (৭) এবং তাদের আরো ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুর জেলার ঝিনাইগাতি খোয়ারপাড়গামী আদিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর বড়বিলায় পৌঁছালে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সূত্র-বাসস