কলাপাড়ায় গরু চুরির অপবাদে ব্যবসায়ীকে মারধর


ডেকোরেটর ব্যবসায়ী মো: রিয়াজ হাওলাদার

১৩ এপ্রিল ২০২৪ ইং
কলাপাড়া প্রতিনিধি

 কলাপাড়া প্রতিনিধি:



পটুয়াখালীর  কলাপাড়ায় গরু চুরির অপবাদে এক ডেকোরেটর ব্যবসায়ীকে শারীরিক নির্যাতন ও তার নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে।


স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মো: রিয়াজ হাওলাদার বাবলাতলা এলাকায় তার আত্মীয়র বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় শাকিল, শাকিব, আলমগীর হাওলাদার, পলাশ,আরিফ তার উপর অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ও ডান চোখে জখমের সৃষ্টি করে। শারীরিক নির্যাতনের পাশাপাশি তার সাথে থাকা নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নির্যাতিত ব্যবসায়ী এ ঘটনার প্রতিকার চাইলে হামলাকারীরা উল্টো তাকে গরু চুরির অপবাদ দিয়ে পুনরায় হয়রানি চেষ্টা চালায়। স্থানীয়দের এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


 এ ব্যাপারে লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, একজনকে মারধরের ঘটনার কথা শুনেছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহমেদ জানান, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।


মুক্তির ৭১/নিউজ /রাসেল