কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসল হাজার হাজার মৃত জেলিফিশ


সাগরে ভেসে আসা মৃত জেলি ফিস

২৯ মার্চ ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার 




আজ (২৯ মার্চ) বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্টে হাজার হাজার মরা জেলিফিশ বালুতে পড়ে থাকতে দেখা যায়। এসব জেলিফিশে কোনোটা আকারে অনেক বড় আবার কোনোটা অনেক ছোট। 

এই জেলিফিশ গুলো কী কারণে মারা গেছে তার  সঠিক কেনো কারণ কেউ বলতে পারতেছে না। এই ফিশ গুলোর মৃত্যুর কারণ কি তা বের করতে কাজ করে যাচ্ছে একাধিক বৈজ্ঞানিক সংস্থা।

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্ট পর্যন্ত প্রায়ই ৩ কিলোমিটার মতো  মরা জেলিফিশ বালুতে পড়ে থাকতে দেখা যায় । আর মরা এই জেলিফিশ গুলোর সাথে খেলে উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা । গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করতেছেন স্থানীয় সাধারণ জনগণ। 


মুক্তির ৭১/নিউজ /ওমর ফারুক