মহিপুর মৎস্য বন্দরে আগুন


মহিপুর মৎস্য বন্দরের আগুন

০৬ এপ্রিল ২০২৪ ইং
কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়া প্রতিনিধি:


পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে আগুন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 


শুক্রবার রাত ৮টায় মৎস্য বন্দরের পূর্ব দিকে একটি মাছের আড়ত থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 


প্রত্যক্ষদর্শীরা জানায়, দখিনা বাতাস এবং মাছের আড়তগুলোতে থাকা ককসিট, জাল ও দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।


পরে খবর পেয়ে রাত সাড়ে ৮টার পর কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এর আগেই পুড়ে যায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের আড়ত।


প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয় জনগণও আগুন নেভানোর কাজে অংশ নেয়।


কলাপড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম মুক্তির ৭১ নিউজ ডট কম এর কলাপাড়া প্রতিনিধিকে বলেন, আমরা উপজেলা প্রশাসন থেকে একটা কমিটি গঠন করবো। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।


এর আগে গত ২ মার্চ রাতে একই বন্দরে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

মুক্তির ৭১/নিউজ /রাসেল মোল্লা