রাণীশংকৈলে ৩৪০০ কৃষককের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন


রাণীশংকৈলে ৩৪০০ কৃষককের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন

২৭ মার্চ ২০২৪ ইং
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:


(২৭মার্চ) উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজন খরিপ-১ পাট ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি প্রণোদনা হিসাবে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সাধারণ সম্পাদক মোঃ বিপ্লবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী  কৃষকবৃন্দ প্রমুখ।

প্রসঙ্গতঃ উপজেলায় এ মৌসুমে পাট ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কষৃকের মাঝে বিনামূল্যে এসব প্রনোদনা বিতরণ করা হচ্ছে।


মুক্তির ৭১/নিউজ /হু. ক