নারী, আমার জন্মের অহংকার


কবি ফাতেমা ইসরাত রেখা

১৪ মার্চ ২০২৪ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:


কোনো প্রতিকার কিংবা অধিকার চাই না, 

বিলাসিতার নোনা জলে চাইনা ভাসাতে তরী।

আমি এ যুগের দুর্যোধনের দুঃশাসন মানছি না, 

আমি কাঁদছি না অসহায় চোখে 

আমি সত্য সুন্দরের পুজারী।

আমার চারপাশে পশুর নৃত্য প্রতিনিয়ত 

আমি দেখছি না, 

আমি অবচেতনের চেতনা বিহীন 

বিলাপ-প্রলাপ মানছি না।

আমি সত্য বুঝি, সত্য যুঝি  

সত্যের মাঝেই সদা নিজেকে খুঁজি। 

হয়তো আমি সর্বজ্ঞ নই 

কিন্তু আমি অজ্ঞও তো নই!

আমি বিবেকের কলুষতাকে প্রশ্রয় দেই না কখনো ,

আমি বিকারগ্রস্তকে সমর্থনও করি না।

আমি অন্যায় মানিনা, আমি অন্যায় জানিনা,

তাই, নিজের বিচার করা আমার পক্ষে ধৃষ্টতা।

অনায়াসে মাত্র একটি শব্দ প্রয়োগে 

আমি নিজেকে প্রকাশ করতে পারি 

আমি নারী, এ আমার জন্মগত অহংকার।

জানি, আমার ইচ্ছা অনিচ্ছার কোন মূল্য নেই 

তাই কোন বাসনা রাখিনা মনে,

পুরুষের নীরবতায় না রাখি বিষাদ গৃহকোণে।

আমি করুণা চাই না কারো,

আমি যে নারী, সেই জন্মের সার্থকতায় নিজেই গর্বিত।

যারা আমাকে ভেবেছে কেবলই নারী আজন্মকাল

আমার চোখে তারা, মানুষ নামের কলঙ্ক শুধুই।

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের উদ্দেশ্য করে লেখা -

ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১ নিউজ ডট কম