'সিটিমেড পূর্বাচল ভ্যালি'র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ


সিটিমেড পূর্বাচল ভ্যালি

২৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং
সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি:



গত ৯ ফেব্রুয়ারী ও ২৬ শে ফেব্রুয়ারি -২০২৪ অনলাইন নিউজ পোর্টাল জাতির সংবাদ নগর মহানগর পাতায়  বিপিএলের জমি দখলের চেষ্টা, সিটিমেড পূর্বাচল ভ্যালির বিরুদ্ধে প্রতারণা অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে সিটিমেড পূর্বাচল ভ্যালি নামক একটি আবাসন কোম্পানিকে  জড়ানো হয়েছে।  এই  সংবাদ পরিবেশনটি সম্পুর্ন অসত্য ও বানোয়াট।  আমি এই সংবাদের জোরালো প্রতিবাদ জানাচ্ছি। 

সিটিমেড পূর্বাচল ভ্যালির  ব্যবস্থাপনা পরিচালক  কাউসার হোসেন ভূঁইয়া বলেন,  সিটিমেড  পূর্বাচল ভ্যালি আবাসন জগতে  সুনামের  সাথে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সুপরিচিত, স্বনামধন্য, জমি সংক্রান্ত ব্যবসায়িক  লেনদেন সুনামের সাথে  সুদীর্ঘ ২০  বছর কাজ করে যাচ্ছে।  সিটিমেড পূর্বাচল ভ্যালির জমি যারা কিনছেন তাদের একমাত্র আস্থার জায়গা এটি। আমরা অন্য কারো জমি দখল বা জবরদখল করছি না।  নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমলাব  ও নরাবো এলাকার বিপিএল হাউজিংএর কেনা জমিতে  নৌ বাহিনীর লোগো সম্মিলিত সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা, এবং প্রতারণা অভিযোগ উঠেছে। সেটি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণীত।  আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে যা আমাদের সুনাম নষ্ট করার জন্য কিছু  অসাধু ব্যক্তি জড়িত। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব।  সিটিমড পূর্বাচল ভ্যালি হাউজিং  কোম্পানির দেশ ও জনগণের একটি আস্থার জায়গা।


প্রতিবাদকারী কাউসার হোসেন ভূঁইয়া 

ব্যবস্থাপনা পরিচালক সিটিমেড গ্রুপ

সিটিমেড পূর্বাচল ভেলি