কবিতা: পথিক কাব্য - স্নিগ্ধা বাউল


কবি ও শিক্ষক স্নিগ্ধা বাউল

১৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং
স্নিগ্ধ বাউল


স্নিগ্ধা বাউল:


কোথাও প্রয়োজন হলে একটা বটগাছ কিনব 

বসে থাকব অনন্ত তমিশ্রার দার্শনিকের মতো

 আমায় ঘিরে রচিত হবে পথিক কাব্য 

অহেতুক গড়াগড়ি,খাবি খাওয়া শস্যক্ষেত।

 অমৃত বাতাস আমায় ছুঁইবে শান্ত পুরুষ হয়ে,

 বিলের লাগোয়া প্রেম পরিযায়ী পাখি

 ভেবে নেবে বিশাল হৃদয় এক কাপালিক।

আদতে লুকিয়ে আমার চারিত্রিক খণ্ডন আমি জানতে চাইব 

কোথায় পরিভ্রমণের সূত্র হেরে যায় কিছু অনাকাঙ্ক্ষার বৃষ্টির কাছে 

এমনকি আমি গাভিন গাইও হতে পারি, স্তনের চুইয়ে আসা সাদা দুধ 

তোমরা বয়ে নিও ওলান থেকে 

এরপর মরে গেলে আমার দেহজ পাখি ভাসনে দিও, রূপান্তরিত মথের তন্তুজ বিকেলে 

নিকেতনে ফিরব আমার।