কবিতা : নিঃসঙ্গ ঝরা ফুল


কবি ফাতেমা ইসরাত রেখা

৩০ জানুয়ারী ২০২৪ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা 


একাকিত্ব আসে চুপিসারে যখন তখন 

মলিন মুখে কত যে কথা বলে অগোছালো! 

আমার পাশে বসে আমার মতোই একা

সব স্মৃতি বিস্মৃতি নিয়ে ভুলে ভরা দিনগুলো। 


যেমন করে রাতের আঁধার ভুলে যায় সবাই

দিনের আলোর পরশ পেয়ে প্রতিদিন,

ঝরা ফুল, পাতা পড়ে থাকে অবহেলায় 

পথিকের চলার পথের কিনারে নিঃসঙ্গ মলিন। 


আমিও দিন প্রতিদিন হারিয়ে যাচ্ছি দূরে

দূরত্বের মায়ায় পরাজিত মনে অগণন ব্যথায়

তার মনে তবুও পুষে অচেনা অহংকার দম্ভের 

আমার নির্ঘুম চোখ শুধু নিরবে হেঁটে যায়।


ভালোবাসি বলা প্রিয়মুখ অচেনা পথের মানুষ

দূরের আকাশ কিংবা সমুদ্রের অথই জলসম

হয়তো বিষাদে পুড়িয়ে মন খুঁজে নেয় আপনজন

অন্য কোনো মুখ ভালোবেসে, বলে প্রিয়তম। 

কবি ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১ নিউজ ডট কম 

মুক্তির ৭১/নিউজ /এম এস এ