কবিতা: অস্তিত্ব জুড়ে অন্য মুখ


ফাতেমা ইসরাত রেখা

১৮ জানুয়ারী ২০২৪ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:


এই বৃত্তবন্দী জীবন, এইসব ভেজাল আয়োজন 

অগোছালো দিনের আলোয় ডুবে থাকা অগণিত মানুষের ভিড়ে 

আমি নিতান্তই ক্ষুদ্র মানুষ এক। 

মাঝে মাঝে ভাবি, আমি কি আদৌ মানুষ হতে পেরেছি

নাকি আমার অস্তিত্ব এখনো বিলীন হয়ে আছে তোমার মাঝেই !


জানি না ,কোন বোধে জাগে নির্বোধ বাঁচার আশা 

কোন মোহে বাঁচে হৃদয়ে স্বপ্ন কিংবা বিলাসিতা।

 হয়তো বা সুখের স্পন্দন পেতে বুকের ভেতর ভালোবাসা পুষেছি কিংবা আজও ভালোবেসে বেঁচে আছি,

তবুও ভীরু বলেই তোমাকে দূর থেকে দেখি 

তোমাকে লালন করি নির্মোহ প্রেমে দু'দণ্ড স্বস্তিতে।


আনমনে তোমাকে ভেবেই ঘুমুতে যাই রাত্রির নির্যাসে

হঠাৎই কেঁপে উঠে মধ্যরাতের নিষ্পাপ মুহূর্তগুলো 

মনে হয় আমার অস্তিত্ব জুড়ে আমি নই অন্য মুখ 

কেউ সমস্ত অনুভূতি ভেঙে নতুন করে এখানে বাঁধছে বুক। 

আমি জানি, এইসব অগ্নিদগ্ধ দিন কিংবা চিবুক বেয়ে গড়িয়ে নামা সন্ধ্যা 

সবই ভ্রমের ভ্রূন থেকে জন্ম নেয়া নিষ্ফল সময়ের হাতছানি।


সারাদিনের কর্মের ক্লান্তি কিংবা রাতের নিঃশব্দ ভ্রমনে 

আমি ভুল ট্রেনে উঠে পড়ি বারবার পথ ভুল করে 

কিছু পরিচিত সময়ে একাকী দাঁড়িয়ে থাকি ছায়া অনুভবে। 

তোমার শরীরের ঘ্রাণ ,তোমার চোখের নির্জন টানে

অথচ আমি সমুদ্রের অথই জলে হাবুডুবু খেয়ে 

পড়ে থাকি অচেনা পথের সীমানায়,

আসলে মানুষের আদলে আমি এক ঠিকানা বিহীন অন্য মানুষ।



কবি ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১ নিউজ ডট কম