খানসামায় ভ্রাম্যমাণ আদালতে মাছ জব্দ


খানসামায় ভ্রাম্যমাণ আদালতে মাছ জব্দ

২৩ ডিসেম্বর ২০২৩ ইং
খানসামা ( দিনাজপুর) প্রতিনিধি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:


নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তা দখল করে মাছ বিক্রির অপরাধে মাছ জব্দ করেছেন, ভ্রাম্যমাণ আদালত। পরে মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।


শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাকেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।


উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন বলেন, রাস্তা দখল করে মাছ বিক্রি যেন না করে সেজন্য আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু মাছ ব্যবসায়ীরা বারংবার তা অমান্য করে রাস্তা দখল করে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্নিত করছেন।  এরপর জরিমানা করার পরেও কোনভাবে কর্ণপাত না করায় এবার মাছ জব্দ করি। শুধু মাছ বিক্রেতায় নয় রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তির ৭১/নিউজ /আজিজার