ঝুমুর নাট্য মঞ্চের আয়োজনে চলছে যাত্রাপালার প্রস্তুতি


যাত্রাপালার প্রস্তুতি

১৮ ডিসেম্বর ২০২৩ ইং
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি:


মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বেহুলা লক্ষিন্দারের অমর কাহিনী নিয়ে রচিত ঝুমুর নাট্য মঞ্চের ব্যবস্থাপনায় এক বিশাল আয়োজনে চলছে যাত্রাপালার প্রস্তুতি। 


টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় বেহুলা লক্ষিন্দারের অমর কাহিনী নিয়ে রচিত যাত্রাপালার মনো মুগ্ধকর দৃশ্য প্রদর্শনীর নিয়মিত প্রস্তুতি  চলছে। ইতিপূর্বে , মোঃ লিটন আকন্দের সভাপতিত্বে ও পরিচালনায় টাঙ্গাইল জেলা জুড়ে বারবার বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে বেহুলা লক্ষিন্দর যাত্রা পালা। মানুষের প্রেরণা আর উৎসাহ নিয়েই ঝুমুর নাট্য সংগঠনের   পরিচিতি সারা বাংলায় বেশ প্রচার লাভ করেছে। 

এই সংগঠনের প্রধান  উপদেষ্টা করা হয়েছে, উপজেলার গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন চকদার কে। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন  মোঃ শহিদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোঃ হাসান সরকার, কোষাধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পলন করছেন মোঃ জুয়েল। 

আগামি ২৪ডিসেম্বর রাতে উপজেলার গোবিন্দাসী এলাকায় ঝুমুর নাট্য ক্লাবের সামনেই মঞ্চস্থ হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  যাত্রাপালা বেহুলা লক্ষিন্দার।

 পরিচালনার দায়িত্ব থাকবেন ঝুমুর নাট্য ক্লাবের সভাপতি, মোঃ লিটন আকন্দ।



মুক্তির ৭১/নিউজ /সোহেল