কবিতা : এখন আর অবসর নেই


কবি ফাতেমা ইসরাত রেখা

২৩ মার্চ ২০২৩ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:


একটি পাখি ছিলো বুকের ভেতর নিঃশ্বাস হয়ে 

মাঝে মাঝে হয়তো একটু বেশিই তাকে মনে পড়ে 

এখনো তো নিঃশ্বাসই চলে নিঃশব্দে 

ভীষণ শান্ত অথচ ভেতরে অঝোর বৃষ্টি ঝরে। 


বেদনার রোদ্দুরে ডানা মেলে উড়ে গেলো সে

তারপর কেটে গেলো পথ চেয়ে রাতদিন ঢের

পাখি ভাসে মেঘে মেঘে মুক্ত আকাশ ছুঁয়ে 

যেন অবসর ছিলো না কোনো এই সময়ের।


বয়ে চলা নদীর মতো শীতল স্রোতের অনুকূলে

ভেসে যায় কেবলই ভেসে যায় দূরে সে,

নিস্তব্ধ প্রহর কেঁপে ওঠে উঠোনের ছায়ায় 

পাখি একদিন ফিরে আসে পুরানো স্মৃতিতে।


এখনো বহু কথা সাঁতার কাটে যে কতো ছলে

যেখানে ভেজা সন্ধ্যা নামে নিরব বেনোজলে 

অবসর ভাবা সেইসব স্মৃতি চাপা কথাগুলো

এখন আর ভাববার অবসর নেই তো  কোনো ভুলে।

ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১ নিউজ ডট কম