পাবনা কুলনাশা বাউলরা পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন


বাউলদের মানববন্ধন

২৩ অগাস্ট ২০২৩ ইং
পাবনা প্রতিনিধি

 পাবনা প্রতিনিধি:


সরকারি নিরাপত্তায় বাউল ফকিররা যেন  চলাফেরা করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী কাছে তাদের এই আহ্বান। তারই ধারাবাহিকতায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কুলনাশা বাউল সম্প্রদায় সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বাউল সম্প্রদায। দাবি সমূহ হলো-

১. জাতীয় পর্যায়ে বাউল নিরাপত্তা আইন প্রনয়ণ করতে হবে।

২. প্রতিটি জেলা উপজেলা ভিত্তিক বাউল চত্তর বা মুক্ত চত্তর স্থাপন করতে হবে। যেখানে সরকারি নিরাপত্তায় বাউল ফকির, মুক্তমনা মুক্তচর্চা করতে পারবে।

৩. শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে বিজ্ঞান ভিত্তিক যৌক্তিক উদার মানবতাবাদী ও সম্প্রীতিমূলক অসাম্প্রদায়িক শিক্ষার ব্যবস্থা করতে হবে।

৪. দোল/ বসন্ত পূর্ণিমা জাতীয় বাউল দিবস করতে হবে।

৫. একতারাকে জাতীয় বাদ্যযন্ত্র করতে হবে।

৬. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্র সংগীতের মাধ্যমে স্ব-সম্মানে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে। 

আয়োজনে- কুলনাশা বাউল সঙ্গ,গাছপাড়া,পাবনা।

মুক্তির ৭১/নিউজ /মামুনুর