ফুলকলি স্কুল শিক্ষার্থীদের সাফল্য


ফুলকলি স্কুলের শিক্ষার্থীদের

২৭ মে ২০২৩ ইং
দাগনভূঞা সংবাদদাতা


দাগনভূঞা সংবাদদাতা :

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফেনীর  দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী ফুলকলি মডেল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। এবারও সরকারি-বেসরকারি ৭টি বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা।


আজ শনিবার (২৭ মে) উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম ইউসুফ আলী।


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম মামুন,সহকারী প্রধান শিক্ষক মিলি আক্তার জারা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীরা।


বিদ্যালয় সূত্র জানায়,এবার প্রতিষ্ঠানটির ৩জন শিক্ষার্থী সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ২জনই বৃত্তি অর্জন করেছে। এরা হলেন, আফনান হক জুমানা(৫ম শ্রেণি),আসফিয়া জান্নাত ইপ্তি (৫ম)।


এছাড়া উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের (বেসরকারি) পরীক্ষায় অংশ নেয়া বিদ্যালয়টির ১২জন শিক্ষার্থীর মধ্যে ৫জনই বৃত্তি লাভ করছে। 


এরা হলেন, নূর ই জান্নাত পূর্ণ (৪র্থ)

ইকতিয়ারা হক জেন্সি (৪য়),আফনান হক জুমানা (৫ম ),ওসমান গনি সামি (৫ম),ফারাবি হাসান আফতাহি(৫ম)।