সিলেটে হযরত শাহজালাল (রহ:) মাজারে নতুন গাড়ীর শিরনি করতে গিয়ে কিশোরগঞ্জের নিহত ৩


নিহত ব্যক্তিরা

২৭ মে ২০২৩ ইং
হবিগঞ্জ সংবাদদাতা


হবিগঞ্জ সংবাদদদাতা:



ঢাকা-সিলেট মহা-সড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে গভীর রাতে পিকআপভ্যান ট্রাকের সংঘর্ষে ৩ নারীর করুন মৃত্যু ও ১৫জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ ২৭ মে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সিলেট হযরত শাহজালাল (রহ:) এর মাজারে নতুন গাড়ীর শিরনি করার উদ্দেশ্য  পিকআপ ভ্যান যোগে

কিশোরগঞ্জের গোবিন্দপুর গ্রামের আমান উদ্দিনের স্ত্রী  মুক্তা আক্তার (৫৫), ফরিদ মিয়ার পুত্র সোহেল (৩৫), রশিদ মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন(৬০), রবি মিয়ার পুত্র পরান মিয়া (১৩) ও মেয়ে প্রিয়া মনি (১৭),ইদ্রিস আলীর পুত্র মামুন মিয়া (২১) সহ ১৮জনের একদল লোক বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার মৌছাক নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে ৩নারী মারা যান।  এছাড়া উপরোক্ত ব্যক্তিগণ আহত হন। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর ও সিলেট ওসমানী এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাওছার হামিদ জানান, আহতদের কোন রকম পরিচয় পাওয়া গেলেও নিহতদের কারও পরিচয় মিলেনি।

মুক্তির ৭১/নিউজ /নিছপা