বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত


পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা

২০ মে ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রিপোর্টার : 

গতকাল ১৯ মে ২০২৩ তারিখ বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। 

ডিএমপি’র ভলিবল দল এ চূড়ান্ত প্রতিযোগীতায় নারী পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। শুক্রুবার বিকেলে রাজধানী শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এসময় বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব মো. কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট), ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান খান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর যাত্রা শুরু হয়। এ চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ১৭টি দল ও নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।

মুক্তির ৭১/নিউজ /মুফতি আসাদুজ্জামান