শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • শিক্ষা

    শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

    শাল্লা প্রতিনিধি থেকে
    প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ইং
          38
    ছবি: শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
      Print News


    শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি:


    সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ উত্থাপন করে। 

    অভিযোগে বলা করা হয়, বিদ্যালয়ের বিভিন্নখাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে রশিদের মাধ্যমে টাকা নেওয়া হয়। কিন্তু এসব টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নমুলক কাজ এখনো দেখাতে পারেননি প্রধান শিক্ষক। এমনকি বিদ্যালয়ের ব্যবহারকৃত সকল আসবাপত্র প্রধান শিক্ষকের বাসায় নেয়া হয়েছে। শুধু তাই নয়, বিজ্ঞানাগার সংস্কারের জন্য ৮২হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও এসব বরাদ্দের কোনো হদিস পাওয়া যায়নি। প্রত্যেক শিক্ষার্থীদের কাছ কম্পিউটার (ল্যাব) ক্লাস বাবদ টাকা নেয়া হলেও কোনো শিক্ষার্থীদের কম্পিউটার ক্লাস  নেয়া হয়নি। অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক ১০বছর ধরে বিদ্যালয়ের হোস্টেল কক্ষে পরিবার পরিজন নিয়ে থাকলেও আজ পর্যন্ত কোনো ভাড়া প্রদান করেননি।

    এ ব্যপারে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। কে বা কারা বিক্ষোভ করেছে আমার জানা নেই।

    শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

    মুক্তির ৭১/নিউজ /শান্ত

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 723262