শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • শিক্ষা

    ইন্ডাস্ট্রিয়াল ট্যুর নিয়ে শেকৃবি শিক্ষার্থীদের অভিজ্ঞতা

    বিশ্ববিদ্যালয় সংবাদদাতা থেকে
    প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং
          248
    ছবি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
      Print News

    বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:



    রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তত্বাবধানে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশ নেয় লেভেল-৪, সেমিস্টার -১ এর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিজ্ঞতা তুলে ধরছেন মুক্তির ৭১ নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশরাফুল ইসলাম। 




    পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আমাদের কে বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মূলত আজকের এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সনিয়া হাসনাত জাহান, শেকৃবি শিক্ষার্থী 


    ' পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আমাদের কে বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মূলত আজকের এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন। আজ যে ফিড ইন্ডাস্ট্রিটি ভিজিট করেছি তা ২০১৯ সালের প্রতিষ্ঠিত নতুন একটি ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও তারা যেভাবে তাদের ইন্ডাস্ট্রি কে এগিয়ে নিয়ে গেছে গিয়েছে এটি সত্যি প্রশংসার যোগ্য। একদিকে তাদের উন্নত প্রযুক্তিতে ফিডস্ উৎপাদন অপর দিকে তাদের স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি। সার্বিক ভাবে তাদের সবকিছু নিয়ন্ত্রণ করে মৎস্য,পোল্ট্রি, ক্যাটল ফিডস্ উৎপাদনের সক্ষমতা আমাদের অনেক কিছু শিখতে সাহায্য  করেছে । পাশাপাশি তাদের আতিথেয়তা অত্যন্ত ভালো ছিল এবং তারা আমাদের ধৈর্য নিয়ে পুরোটা সময় তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করে গেছেন।'


    সরেজমিনে ফিড মিল অপারেশন দেখার সুযোগ হয়েছে -

    মোহাম্মদ আদিল খান,  শেকৃবি শিক্ষার্থী 


    'বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ভাবতাম সরকারি চাকরি বা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করব। আজ ইন্ডাস্ট্রিয়াল ট্র্যুর শেষে মনে হল ইন্ডাস্ট্রি রিলেটেড জবে যাওয়া উচিৎ। জবটা অনেক ইন্টারেস্টিং । এখানেও মেধা বিকাশের সুযোগ রয়েছে, মেধার যথেষ্ট মূল্যায়ন হয় এবং মূল্যায়ন হয় সৃষ্টিশীল চিন্তা-ভাবনার। সরেজমিনে ফিড মিল অপারেশন দেখার সুযোগ হয়েছে। নতুন অনেক কিছু শিখতে পেরেছি।'



     


    ব্যবহারিক ভাবে অনেক কিছু শিখতে পারলাম

    সামাউন হোসাইন, শেকৃবি শিক্ষার্থী 


    ' আলহামদুলিল্লাহ ভালো ট্যুর ছিলো। ব্যাবহারিক ভাবে অনেক কিছু শিখতে পারলাম। বইতে পড়ে বুঝা কঠিন৷ আগে বইয়ে যেগুলা পড়েছি তা আজ বাস্তবে কু - রিলেট করতে পারলাম। আশা করি পেশাগত জীবনে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'



    যেসব বিষয় বইয়ে পড়েছি সেগুলো চাক্ষুষ দেখার সুযোগ হয়েছে

    ইনান নূর রহমান,শেকৃবি শিক্ষার্থী 


    ' সর্বোপরি একটু ইউনিক এক্সপেরিয়েন্স ছিল। তত্ত্বীয় অনেক পড়াশোনা করা হলেও পড়াশোনার বিষয়গুলো সামনে থেকে এভাবে দেখার সুযোগ হয়নি এর আগে। এবার  যেসব বিষয় বইয়ে পড়েছি,সেগুলো চাক্ষুষ দেখার সুযোগ হয়েছে।Arman feeds and fisheries Ltd(Pushtiraj)এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনেক  সহযোগিতাপূর্ণ ছিলেন যেকারনে আমরা অনেক বিষয়ে জানতে পেরেছি এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা লাভ করেছি। এই সুযোগটি তৈরি করে দেয়ার জন্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী এর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'



    মুক্তির ৭১/নিউজ /আশরাফুল 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 723282