ফাতেমা ইসরাত রেখা:
কথা আর সংলাপে চর্চিত দেশে আজ
প্রাণ যায় মান যায় শিক্ষার
বালিকার ঠোঁটে দেখি চুমু খায় সিগারেট
কেউ তাকে দেয় না তো ধিক্কার!
একি তবে আজকের নতুনের ফল সব
স্বাধীনতা এলো তবে এভাবে!
ভেদাভেদ ঘোচাতে দেশে, হলো যে যুদ্ধটা
বিজয়েও এত ভেদ কিভাবে?
রাস্তায় চলা দায় অপমানে লজ্জায়
শেষটুকু বুঝি গেলো বিফলে
মানুষের ক্রন্দনে কাঁদে ফুল পাখিরা
লাশ হয়ে ফিরে বঁধু সুফলে।
আহা কী যে হলো আজ লুটপাট, ভাঙচুরে
হাততালি দেয় কিছু সু'জনে
উৎসবে মুখরিত অধিকার নিয়ে সব
ভেসে যায় মানবতা উজানে।
মৌনতা ছেড়ে দাও বহুতল মননের
প্রতিবাদ করো সবে সরবে
অন্যায় দেখলে চেপে ধরো টুটি তার
ভুলো না অতীত কেউ স্বভাবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com