ফাতেমা ইসরাত রেখা:
রাত্রি বাড়ে, বাড়ে বুকের দহন
ঘুমের মধ্যেই আমরা মুখোমুখি দাঁড়াই অজান্তে
রাত গড়াতে থাকে, আমরা এগিয়ে চলি সময়ের স্রোতে।
স্রোত বাড়তে থাকে গভীর থেকে গভীরে
আমরা হাঁটি, হাঁটতে থাকি সময়ের সাঁকো ধরে
পথ পিছলে যায় বার বার তবুও হাঁটি,
আবার ফিরে আসি পুরানো পথের আলে।
মুখোমুখি দাঁড়াই আমি, তুমি আর আমাদের মাঝখানে দাঁড়ায়
হারিয়ে যাওয়া সব সুখ দুঃখময় সময়।
রাতের অন্ধকার কেটে ঘুম ভাঙে স্বপ্নের দেয়ালে মাথা ঠুকে
ঘুমের আগে কিংবা পরে প্রচ্ছন্ন একটি ছায়া
তোমার মুখ, জাগতিক মুগ্ধতার স্পর্শের বাইরে
শুধুই জীবনের স্পন্দন যেনো আনমনে মনের বারান্দায় হাঁটে।
অন্ধকারে জেগে থাকা পেঁচার চোখ,
অসংখ্য তারার আলোয় জেগে থাকা একে অপরের চোখ
কেবলই মায়ায় বেঁধে রাখে হৃদয়ের ভারী নিঃশ্বাসে।
শান্ত প্রকৃতি, ক্লান্ত ঝড়ের তাণ্ডব
সব কেমন এলোমেলো হয়ে যায় তোমার উপস্থিতিতে
বিশ্বাস করো খুব ইচ্ছে হয়
তোমার মুখোমুখি এভাবেই দাঁড়িয়ে থাকি বাকীটা জীবন।
রাত্রি গভীর, ঘুমের ভিতরে আমি তোমার মুখোমুখি দাঁড়াই
বাইরে জোছনা ভেজা গোলাপের পাপড়ির উড়ান শহর জুড়ে
অক্লান্ত রাত, ছায়ার ভিতরে তোলপাড় করা তোমার ঠোঁট
অন্ধকার জড়িয়ে যায় দু'চোখের পাতায়
নীরব অন্ধকার, ছায়া অনুভব
পাখির বুক, নিঃশব্দ ক্ষুধা অপ্রাপ্তির
পুরানো ডায়েরীর পাতায় অযত্নে পড়ে থাকা শব্দের দহন
গুমড়ে কাঁদে চুপিসারে।
আমরা মুখোমুখি দাঁড়াই
ভীষণ নস্টালজিক ভাবনায় একান্ত আপন,
অন্ধকার রাতের পাহারাদার সময় বলে দেয়
কিছুই ফুরিয়ে যায়নি এখনো যে
এখনো অনেকটা বাঁচা বাকী।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com