রবিবার, ০৫ মে ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • জীবনযাপন

    শ্রীনগরে সর্বজনীন পেনশন স্কীম সেবা প্রদান সংক্রান্ত হেল্পডেস্ক উদ্ধোধন ও অবহিতকরণ সভা

    মুন্সিগঞ্জ প্রতিনিধি থেকে
    প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ ইং
          48
    ছবি: শ্রীনগরে সর্বজনীন পেনশন স্কীম সেবা প্রদান সংক্রান্ত হেল্পডেস্ক উদ্ধোধন
      Print News

    মুন্সিগঞ্জ প্রতিনিধি :


    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক "সর্বজনীন পেনশন স্কীম"সেবা প্রদান সংক্রান্ত হেল্পডেস্ক সারদেশে ব্যাপী সকল শ্রেনী পেশার মানুষের জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চালু করেছেন।


    তারই অংশ হিসেবে শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টার সময় হেল্পডেস্ক শুভ উদ্ধোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোসারেফ হোসাইন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,সহকারি কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-তায়েবীর,জাতীয় মহিলা সংস্থার উপজেলা কার্যালয়ের চেয়ারম্যান ফিরুজা বেগম।


    আরও উপস্থিত ছিলেন,উপজেলা পঃ পঃ কর্মকর্তা আবু তোহা আদনান সাকিল,শ্রীনগর পল্লি ডিজিএম মদন গোপাল,কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,বন কর্মকর্তা সেলিম হোসেন,উপজেলা প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াবৃন্দ সহ উপজেলা দপ্তরের অনান্য কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ ব্যক্তিত্ব।



    উল্লেখ্য, টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোধ্র্ব নাগরিকগণ ও ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ প্রগতি ও সুরক্ষা স্কিমে তার পরিবারের ১৮ বা তার ঊর্ধ্বে এক বা একাধিক সদস্যের নামে নিবন্ধন করে বৈদেশিক মুদ্রা জমা প্রদান করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় প্রেরিত জমার ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার অর্থ তার হিসেবে জমা হবে। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যেমন প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা ক্যাটাগরিতে সব শ্রেণি পেশার মানুষ অন্তর্ভুক্ত হতে পারবে। যার নামে পেনশন স্কিম খোলা হবে সে তার জীবদ্দশায় এই পেনশন গ্রহণ করবেন। তবে তার অবর্তমানে তার নমিনি পেনশন স্কিম হোল্ডারের সমুদয় টাকা নির্ধারিত সুদ সমেদ এককালীন ফেরত পাবেন। সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকে নিবন্ধন সম্পন্ন করেছেন, অনেকে আবার গভীর আগ্রহ প্রকাশ করেছেন।



    শরিফুল খান প্লাবন

    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    01551075727

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 495202

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com