মোহাম্মদ শাহিদ আজিজ:
এ বছরের মাসব্যাপী একুশের বইমেলা আর দুই দিন পরেই শেষ হচ্ছে৷ এবারের বইমেলা বিভিন্ন কারনে বেশ জমে উঠেছে। কিছু বিতর্ক বাদ দিলে এবারের বই মেলা বেশ ভালো ভাবেই শেষ হচ্ছে।
এবারের বইমেলায় অনেক নতুন সাহিত্যিকের আগমন ঘটেছে। তার মধ্যে অন্যতম একজন কবি স্নিগ্ধা বাউল। মেলায় তার দুইটি নতুন কাব্যগ্রন্থ এসেছে। আগামী প্রকাশনী ও সময় প্রকাশনের কাব্যগ্রন্থগুলো হচ্ছে "দ্বিখণ্ডিত পদাবলী" ও "সভ্যতা এক আশ্চর্য খোঁয়াড়ি হাঁস"। কাব্যগ্রন্থ দুটি ইতিমধ্যে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে। শুভকামনা রইল স্নিগ্ধা বাউলের জন্য।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com