স্টাফ রির্পোটারঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্মার্ট বাংলাদেশ গঠনে দেশব্যাপি ট্যাবলেট বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৪০২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৪০২ টি ট্যাবলেট (মোবাইল ট্যাব) বিতরণ করা হয়।
গত মঙ্গলবার (১৬মে) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে এসব ট্যাব বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল,পরিসংখ্যান অফিসার নাহিদ হাসান প্রমুখ। পরে অতিথিরা শিক্ষা উপকরণ হিসাবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করেন।
মুক্তির ৭১ /নিউজ/হু. কবির
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল - info@muktir71news.com