শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • বাংলাদেশ

    তানোরে ডিসির নাম ভাঙিয়ে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন

    তানোর প্রতিনিধি থেকে
    প্রকাশ: ১২ মে ২০২৩ ইং
          114
    ছবি: সরকারি কৃষি জমিতে পুকুর খনন
      Print News

    তানোর প্রতিনিধি:


    রাজশাহীর তানোরে বিএমডিএ’র গভীর নলকুপের স্কীমভুক্ত তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের অভিযোগ উঠেছে। রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশনা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে এসব অবৈধ পুকুর খনন করা হচ্ছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) চাঁন্দুড়িয়া মাঠের (মফিজ সেতু) সংলগ্ন প্রায় ৫০ বিঘা ফসলি জমি নষ্ট করে এসব অবৈধ পুকুর খনন করা হচ্ছে। এদিকে এসব অবৈধ পুকুর খননের খবর ছড়িয়ে পড়লে  জনমনে মিশ্রুপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কৃষকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা।

    স্থানীয় অভিজ্ঞ মহলের ভাষ্য, যেখানে দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর, ঘরবাড়ি বা কলকারখানা ইত্যাদি অকৃষি কাজে ব্যবহার করা যাবে না। সেখানে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একজন সরকারি কর্মকর্তার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে কৃষি জমিতে পুকুর খনন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আবার কেউ বলছে, রাষ্ট্রের তৈরী আইন যারা স্বজ্ঞানে অমান্য করে তারা তো প্রত্যক্ষ-পরোক্ষ রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করার সামিল। তাহলে এরা কি সরকার প্রধান বা উচ্চ আদালতের থেকেও শক্তিশালী, তা না হলে এদের খুঁটির জোর কোথায় ?

    জানা গেছে, সবেমাত্র জমির বোরো ধান কাটা হয়েছে। আর সেই জমিতেই বাঁশের  খুটি পুতে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। তাতে লিখা রয়েছে রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি, নিবন্ধন নম্বর ১৬০৭, পক্ষে জেলা প্রশাসক।  কি যাদুর বলে বলিয়ান হয়ে এরা সরকার প্রধানের নির্দেশ লঙ্ঘন করে  চাঁন্দুড়িয়া ইউনিয়নের ( ইউপি) মফিজ ব্রীজ সংলগ্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে ফেলে তিন ফসলি জমিতে পুকুর খনন শুরু করেছে। অথচ উপজেলা সমন্বয় কমিটির প্রতিটি সভায় বলা হচ্ছে কৃষি জমি ধ্বংস করে অকৃষি কাজে ব্যবহার করা যাবে না।

    স্থানীয় কৃষকরা জানান, চান্দুড়িয়া ইউপিতে প্রায় জমিতে পুকুর খনন হয়ে গেছে। কৃষি শ্রমিকরা কোন কাজ পাচ্ছে না। বিশেষ করে হাড়দহ বিল হলেও তিনটি করে ফসল হতো এবং বিল পাড়ের মানুষ বিভিন্ন প্রকারের গবাদি পশু লালনপালন করে জীবীকা নির্বাহ করতেন।কিন্ত্ত ফসলি জমি পুকুরে পরিনত হওয়ায় তারা আগের মতো গবাদি পশু লালনপালন করতে পারছে না। জীবীকা নির্বাহ করতে তাদের এখন অন্য এলাকায় কাজের সন্ধানে যেতে হচ্ছে। এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামিম আহম্মেদের মুঠোফোন কল করে জানতে চাইলে তিনি বলেন, স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতিটি হচ্ছে জেলার বাগমারা উপজেলার

    চরমপন্থিদের। সরকারের কাছে আত্ম সমর্পন করেছিল তারা। সরকার তাদের পুনর্বাসনের জন্য সমিতি করে দেয়। আর আমি সরকারের প্রতিনিধি হিসেবে সমিতি দেখভাল করি। কিন্তু কৃষি ফসলী জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি। পুকুর খননের জায়গাতে বা কৃষি জমিতে সমিতি যে সাইনবোর্ড মেরেছে সেখানে পক্ষে জেলা প্রশাসক লিখা আছে জানতে চাইলে তিনি জানান, আপনি কি সাইনবোর্ডের কাছে আছেন, না,  গত মঙ্গলবারে ছবি তুলে নিয়ে এসেছি। ঠিক আছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এবিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) যুগ্ন-সচিব ইমতিয়াজ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জায়গার লোকেসন নেন এবং সাইনবোর্ড ও কৃষি জমির ছবি হটসআপে চান।  ছবি লোকেসান দেওয়ার পর তিনি বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। এবিিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন,এভাবে ফসলি

    ফসলি জমিতে পুকুর খনন সরাসরি আইনবিরোধী কাজ।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 481642

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com