পাথরঘাটা প্রতিনিধি:
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মৎস্য আহরণ করায় একটি ট্রলার সহ ৬ জেলেকে আটক ও ২৭৬ কেজি ইলিশ ও সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন।
শনিবার (২ জুলাই) সকালে কোস্ট গার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম সফিউল কিঞ্জল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে বরগুনার পাথরঘাটা উপজেলাধীন চরদুয়ানী বাজার সংলগ্ন খালের ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন।
এসময় ওই এলাকা থেকে এফবি আব্দুল্লাহ নামে একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার সমুদ্র হতে আহরণ করা ২৭৬ কেজি ইলিশ ও সামুদ্রিক মাছ জব্দসহ ৬ জেলেকে আটক করা হয়।
পরে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু'র উপস্থিতিতে জব্দকৃত মাছ নিলামে ১৬৯৫০ টাকায় বিক্রি করা হয়। এছাড়া জব্দকৃত ট্রলার মালিককে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিতে ভ্রাম্যমাণ আদালতে নগদ ১৫০০০ টাকা জরিমানা করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।
মুক্তির ৭১/ তাওহিদুল