নিজস্ব সংবাদদাতাঃ
টাংগাইল জেলার ঘাটাইল থানায় অন্তগত আনেহলা ইউনিয়নে আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখরতায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
পুরো স্কুল এর মধ্যে সর্বাধীক ভোট পেয়ে কাউন্সিল নির্বাচিত হন আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর মেধাবী ছাএী তিশা খাতুন ।
যিনি ভোট পেয়েছে ৭০ টি তার প্রতিদ্বন্দ্বি করেছে একই শ্রেনীর শাকিল হাসান যার ভোট সংখ্যা ৪৫ টি।
সহকারী কাউন্সিল নির্বাচিত হন আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর মেধাবী ছাত্র রিয়াদ হাসান তার ভোট সংখ্যা ৬৫ টি।
আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় কাউন্সিল রিটার্নিং কর্মকতা সাওয়ার হোসেন মুক্তির ৭১ নিউজ ডট কম কে জানায় তার বিদ্যালয়ে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাভোটি হয়েছে ।
নতুন নেতৃত্ব পেয়ে কাউন্সিলররা অনেক আনন্দিত ।
কাউন্সিলর নির্বাচিত তিশা খাতুন জানায় তিনি ছোট কাল থেকেই নেতৃত্ব দেওয়ার আশা ।
গত কাল বৃহস্পতিবার ২ই জুন আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিল নির্বাচন হয় যেখানে সবার অনুরোধে তিনি প্রার্থীতা ঘোষনা করেন। তারপর রিটার্নিং কর্মকতা ফলাফল ঘোষনা করলে সবাই তাকে বরন করে নেয় ।
সহ: কাউন্সিলর রিয়াদ হাসান জানায় আমি ছোট মানুষ দায়িত্ব পেয়েছি অনেক বড় সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারি এবং শিক্ষার্থীদের পাশে থাকতে পারি।
তিশা, রিয়াদ ২ জন ই একই পরিবারের ভাই বোন ।
তিশা ও রিয়াদের বাবা বাংলাদেশ পুলিশে কর্মরত। ছেলে - মেয়ের সাফল্য শুনে তিনি থানায় মিষ্টি বিতরন করেছেন ।
মুক্তির ৭১/জিসান