স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও রোড রেলওয়ে ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধা সদর উপজেলার বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী। শনিবার (১৪ মে) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের বড় ছেলে রশিদ জানান আমার ছোট ভাই রবিউলকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আমি ও আমার মা ট্রেনে উঠিয়ে দেয়ার জন্য ট্রেনে উঠি। কিছুক্ষন পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায় ।
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত কমিটি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।
মুক্তি / হু ক