নূরে আলম পূর্ণ, নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামী মাসুদ পারভেজ কার্জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ।
রোববার (৭ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা রোড এলাকা থেকে ফেরিওয়ালার ছদ্মবেশে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মাসুদ পারভেজ ওরফে কার্জন (৩২) গৌরীপুর উপজেলার পূর্ব কাউরাট গ্রামের আবু সাঈদ মাহমুদের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘ অভিযান করে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোমবার (৮ ফেব্রুয়ারি ) বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, গত (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুর মধ্যবাজার পান মহালে আবদুর রহিমের চা দোকানের সামনে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র (৩৪) কে কতিপয় দুস্কৃতিকারী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।